ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরিশালে আয়কর মেলায় করদাতাদের ভিড়

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১৪ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে আয়কর মেলায় করদাতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে সাত দিনব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিন বুধবার করদাতাদের ভিড় ছিল।

নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে মেলা প্রাঙ্গণে স্থাপিত সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে আয়কর দিয়েছেন করতাদাতারা। পাশাপাশি ভ্যাট ও সঞ্চয় পরিদপ্তরের অস্থায়ী বুথের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

নাগরিকরা মেলায় গিয়ে আয়কর প্রদানের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হয়েছেন। কেউ রিটার্ন দাখিল করেছেন। কেউ কেউ আয়কর দিয়ে সংগ্রহ করেছেন টিন নম্বর।

মঙ্গলবার প্রথম দিনে বরিশালে আয়কর মেলায় ৩ হাজার ২০৮ জন বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন। এরমধ্যে ১ হাজার ৩৩৮ জন রিটার্ন দাখিল করেছেন। আয়কর দিয়েছেন ৫৫ লাখ ৫৪ হাজার ৩৫৬ টাকা। প্রথম দিন বরিশালের আয়কর মেলা থেকে ৮৫ জন টিন নম্বর নিয়েছেন।

সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহানা।

আগামী ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে। 



রাইজিংবিডি/বরিশাল/১৪ নভেম্বর ২০১৮/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়