ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বরিশালে বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় দিনও

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ৩০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় দিনও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে বরিশাল ও খুলনা বিভাগের ম্যাচের দ্বিতীয় দিনেও একটি বল খেলা হয়নি।

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্ত আগের দিনের মতো এদিনও বরিশাল জুড়ে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

ম্যাচ রেফারি সামিউর রহমান সায়েম সকাল ৯টা ও ১০টায় মাঠ পর্যবেক্ষণ করেন। তখন মাঠ ভেজা ছিল। দুপুর ১২টার দিকে অবশ্য রোদ উঠেছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি। সোয়া ১২টায় আরেকবার মাঠ পর্যবেক্ষণ করে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

এই মাঠে চতুর্থ রাউন্ডেও বরিশাল ও রাজশাহীর ম্যাচে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুই দিনে একটি বল মাঠে গড়ায়নি। শেষ দুই দিনে ব্যাট-বলের লড়াই হলেও ম্যাচ ড্র হয়েছিল।



রাইজিংবিডি/বরিশাল/৩০ অক্টোবর ২০১৮/জে.খান স্বপন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়