ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরিশালে সাড়ে ৩ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে সাড়ে ৩ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি কপোরেশনসহ জেলায় ৩ লাখ ৫৩ হাজার ৮শ ৬৪ শিশুকে শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে বরিশাল জেলার ১০ উপজেলায় খাওয়ানো হবে ৩ লাখ ৪ হাজার ৫শ’ ৯৪ জন ও সিটি এলাকায় ৪৯ হাজার ২শ ৭০জন শিশুকে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বরিশাল জেলা সিভিল সার্জন ও বিসিসি’র স্বাস্থ্য বিভাগে উদ্যোগে পৃথক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১১ টায় নগরীর সিভিল সার্জন কার্যলয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনের সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

তিনি বলেন, শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ওই দিন বরিশাল জেলার ছয় থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।  ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ২ হাজার ২৫৫ টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হবে। বরিশাল সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করতে সেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন মোট ৪ হাজার ১০০ জন কর্মী। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

সিভিল সার্জন বলেন, ইতোমধ্যে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রচার  চালানো হচ্ছে। এর পাশাপাশি শুক্রবার জুমার পর মসজিদে ইমামরা মুসুল্লিদের বিষয়টি জানাবেন।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. বজলুল রহমান।

বেলা ১২ টায় এক সংবাদ সম্মেলনে বরিশাল সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মতিউর রহমান জানিয়েছেন, বরিশাল সিটি কপোরেশনের আওতায় ২২০ টি কেন্দ্রের মাধ্যমে ৪৯ হাজার ২শ ৭০জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ওই দিন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি ২২ টি প্রতিষ্ঠানের ৪৭৪ জন কর্মী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজ করবেন।

 

 

 

রাইজিংবিডি/বরিশাল/৯ ফেব্রুয়ারি ২০১৯/জে. খান স্বপন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়