ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরিশালে ৫২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে ৫২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত চার দিনে বরিশাল নগরীতে ৫২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাতটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী  কমিশনার এ এস এম ফাইজুর রহমান বলেন, ট্রফিক সপ্তাহে তারা বেশ সাড়া পাচ্ছেন। চালক ও গাড়ির মালিকরা তাদের সহায়তা করছেন। অবৈধ যানবাহনের সংখ্যা নগরীতে কমে এসেছে।

তিনি বলেন, রোববার নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধনের পর ওই দিন ১১৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে। সোমবার ১৪২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে। একইভাবে মঙ্গলবার ৮৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার ১৮৪টি মামলা দায়ের করা ও তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে। চার দিনে ৫২৮টি মামলা এবং সাতটি মোটর সাইকেল আটক করা হয়েছে।

মূলত চালকদের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির কাগজপত্র না থাকা, মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও ট্রাফিক আইন মেনে না চলায় এই মামলা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।



রাইজিংবিডি/বরিশাল/৮ আগস্ট ২০১৮/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়