ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ-ইরাকের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের আহ্বান

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-ইরাকের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এবং ইরাকের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।

সোমবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ এফবিসিসিআই সভাপতির সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

এ ছাড়া তিনি দুই দেশের শীর্ষ চেম্বারের মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনের জন্যও রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। এ সময় এফবিসিসিআই পরিচালক মো. আবু নাসের, কাজী বেলায়েত হোসেন এবং এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনাকালে রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ বাংলাদেশ ও ইরাকের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৭/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়