ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনায় জিডি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনায় জিডি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ভবনে আগুনের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে ব্যাংকের যুগ্ম পরিচালক নূরুল ইসলাম মতিঝিল থানায় এ জিডি করেন।

শুক্রবার দুপুরে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক রাইজিংবিডিকে বলেন, ‘জিডি নম্বর ১৫৭৩। জিডির তদন্ত হবে। ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে এবং তদন্তে তেমন কিছু পাওয়া গেলে সেক্ষেত্রে জিডি মামলায় রূপ নিতে পারে।’

জিডির বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন পুলিশের এ কর্মকর্তা। তবে থানা থেকে জানা গেছে, এটি দুর্ঘটনা না অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত করা হোক বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাংকের কিছু কাগজপত্র পুড়ে গেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/মাকসুদ/এসএন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়