ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাংলাদেশে আসছেন আলীম দার-ইয়ান গোল্ড

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে আসছেন আলীম দার-ইয়ান গোল্ড

বাংলাদেশে আসছেন আলীম দার-ইয়ান গোল্ড

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ অফিসিয়াল ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দুই টেস্টে আম্পায়ার হিসেবে থাকবেন আলীম দার, ইয়ান গোল্ড এবং নাইজেল লং। প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। ঢাকায় ম্যাচ পরিচালনা করবেন নাইজেল লং ও আলীম দার। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন গোল্ড ।  ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে টেস্ট।

চট্টগ্রাম টেস্টে মাঠে থাকবেন ইয়ান গোল্ড এবং নাইজেল লং। টিভি আম্পায়ার থাকবেন আলীম দার। দুই টেস্টের জন্য চতুর্থ আম্পায়ার নিয়োগ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই টেস্টের জন্য ম্যাচ রেফারী থাকবেন জেফ ক্রো।

দেশের মাটিতে সবশেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে আম্পায়ারিং করেছিলেন কুমার ধর্মাসেনা ও সুন্দারাম রবি। এছাড়া শততম টেস্ট ম্যাচে কলম্বোয় আম্পায়ার ছিলেন আলীম দার ও সুন্দারাম রবি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়