ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশে গুগল সার্চে সবচেয়ে জনপ্রিয় যারা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে গুগল সার্চে সবচেয়ে জনপ্রিয় যারা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটে পছন্দের তারকা সম্পর্কে জানতে বা আলোচিত ঘটনা খুঁজতে দ্বারস্থ হতে হয় গুগলের। বাংলাদেশে চলতি বছরে গুগলে সার্চে দেশ-বিদেশের কোন তারকারা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল এবং দেশ-বিদেশের কোন ঘটনাগুলো সবচেয়ে বেশি আলোচিত ছিল, সেই তালিকা প্রকাশ করেছে গুগল ট্রেন্ডস।

২০১৭ সালে বাংলাদেশের সার্চ ট্রেন্ড বা সবচেয়ে জনপ্রিয় সার্চের এই তালিকা ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই তিনটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে।

‘পিপল’ ক্যাটাগরিতে দেখা গেছে, চলতি বছরে বাংলাদেশে গুগল সার্চে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। এ অভিনেত্রীকেই দেশের মানুষ গুগলে সবচেয়ে বেশি খুঁজেছে।

বাংলাদেশে গুগল সার্চের জনপ্রিয় ১০জন হচ্ছেন:
১. সাবিলা নূর
২. মিয়া খলিফা
৩. তাসকিন আহমেদ
৪. সাকিব খান
৫. মোশাররফ করিম
৬. জান্নাতুল নাঈম
৭. মাশরাফি বিন মুর্তজা
৮. তৌহিদ আফ্রিদি
৯. শবনব বুবলি
১০. আতিফ আসলাম

‘নিউজ’ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে সার্চ করা জনপ্রিয় ১০টি খবর হচ্ছে-
১. শিবাত্রি অ্যাসল্ট
২. জেএসসি কোয়েশ্চেনস
৩. রোহিঙ্গা
৪. আর্জেন্টিনা সাবমেরিন
৫. বাংলাদেশি সেক্স অফেন্ডারস
৬. একটি বাড়ি একটি খামার
৭. মিস ওয়ার্ল্ড বাংলাদেশ
৮. দুর্গাপূজা
৯. চিকুনগুনিয়া
১০. সাইক্লোন মোরা

‘সার্চেস’ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে খোঁজা জনপ্রিয় ১০টি বিষয় হচ্ছে-
১. তির
২. জাগ্গা জাসুস
৩. দঙ্গল
৪. আইপিএল
৫. এসএসসি রেজাল্ট
৬. মুন্না মাইকেল
৭. হাফ গার্লফ্রেন্ড
৮. ডব্লিউডব্লিউই এক্সট্রিম রুলস
৯. রাবতা
১০. বিপিএল     

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়