ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই গাপটিল

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৩১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই গাপটিল

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ জানুয়ারি। এই সিরিজে থাকছেন না দারুণ ফর্মে থাকা নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। শনিবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

 

শনিবার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রান নেওয়ার সময় বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। তার ইনজুরিটি গ্রেড-১ এর অন্তর্ভূক্ত। যে কারণে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে। তার পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন নেইল ব্রুম।

 

তার ইনজুরির বিষয়ে নিউজিল্যান্ডের কোচ মাইক হ্যাসন বলেন, ‘সাদা বলের খেলায় মার্টিন গাপটিল আমাদের জন্য অবশ্যই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে হারানোটা সত্যিই হতাশার। আশা করছি জানুয়ারি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজে সে ফিরতে পারবে। এই সময়ের মধ্যে তাকে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিছু ঘরোয়া ক্রিকেট খেলে আশা করছি জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজে দারুণভাবে ফিরে আসবে।’

 

নেইল ব্রুমকে দলে নেওয়ার বিষয়ে হ্যাসন বলেন, ‘মার্টিন গাপটিলের পরিবর্তে আমাদের একজন আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান প্রয়োজন ছিল। টি-টোয়েন্টিতে ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে নেইল ব্রুমের। তার উপর তার বর্তমান ফর্ম অসাধারণ। সবকিছু মিলিয়ে ব্রুম আমাদের অটোমেটিক চয়েস। আশা করছি শুধু টি-টোয়েন্টি নয়, সাদা বলেও সে নিজেকে প্রমাণ করতে পারবে।’
 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়