ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাকিংহাম প্যালেসের বাইরে পুলিশের ওপর হামলা

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ২৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাকিংহাম প্যালেসের বাইরে পুলিশের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের বাইরে পুলিশের ওপর হামলার অভিযোগে ছুরিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় দুই পুলিশ সদস্য ও ওই যুবক আহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এক ব্যক্তি বাকিংহাম প্যালেসের কাছে এসে তার গাড়ি থামান। পুলিশ তার কাছে একটি বড় ছুরি দেখতে পেলে তাকে আটক করতে যায়। এ সময় দুই পুলিশ সদস্য ও ওই ব্যক্তি সামান্য আহত হন। পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাদের হাসপাতালে যেতে হয়নি। তবে আটক ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ২০ বছর বয়সি ওই যুবক গুরুতর শারীরিক ক্ষতি ও আক্রমণ করতে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।

ওই সময় রাজ পরিবারে কেউ বাকিংহাম প্যালেসে ছিল না। তবে এ ঘটনা সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৭/এসএন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়