ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৪

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত শুলা এলাকায় এ হামলা চালানো হয় বলে সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।

ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার দেওয়া বিবৃতি অনুযায়ী, সাকলাউইয়া পার্কের প্রবেশ পথে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক ব্যক্তিকে আটক করে। এরপরই ওই ব্যক্তি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হতাহত হয় ‘বেশ কয়েকজন বেসামরিক’ লোক।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী  এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)  এ ধরণের হামলা চালিয়ে থাকে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে জয় পায় ইরাক। অধিকাংশ ক্ষেত্রে গোষ্ঠীটির পরাজয় ঘটলেও এখনও দেশটির কিছু এলাকায় তারা সক্রিয় আছে।




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়