ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৬

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন। বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় শহরতলী আল-ওবায়েদিতে এ ঘটনা ঘটেছে।

 

ইরাকি পুলিশ ও বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শিয়া মুসলিম সম্প্রদায় নিয়ন্ত্রিত আল-ওবায়দি এলাকায় এই গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আইএস প্রায়ই বাগদাদে সাধারণ মানুষ অধ্যুষিত এলাকাগুলোতে হামলা চালিয়ে থাকে।

 

আইএসের মুখপাত্র হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, আল-ওবায়দি এলাকায় শিয়াদের একটি জমায়েত লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়েছিল।

 

গত সপ্তাহে বাগদাদ জুড়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আইএস কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

 

ইরাকের মসুল শহর আইএসের হাত থেকে পুর্নদখল করতে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সরকারি বাহিনী ও কুর্দি পেশমারগা যোদ্ধারা। তাদেরকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়