ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাগেরহাটে ইউপি সদস্যের ৬ মাসের কারাদণ্ড

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে ইউপি সদস্যের ৬ মাসের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রতারণার অভিযোগে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের (৪, ৫ ও ৬ ওয়ার্ডের) সংরক্ষিত মহিলা সদস্য মোসা. সেতারা বেগম ওরফে নাজমা শিকদারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ লাখ ৬০ হাজার টাকা প্রদানের নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার সকালে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় নাজমা শিকদার আদালতে উপস্থিত ছিলেন না।

এ মামলার বাদিপক্ষের আইনজীবী সাহা অসিম কুমার জানান, কচুয়া উপজেলার বক্তারকাঠি গ্রামের মৃত ফজলু শিকদারের মেয়ে সেতারা বেগম একই এলাকার আমজাদ হোসেন শেখের ছেলে মো. চাঁন শেখ ওরফে ইদ্রিস আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি করার জন্য ইট, বালি, রড, সিমেন্ট বাকিতে ক্রয় করেন। এ সময় সেতারা বেগম চাঁনকে বাংলাদেশ কৃষি ব্যাংক বাধাল বাজার শাখার ২ লাখ ৬০ হাজার টাকার একটি চেক দেন। পরে ওই টাকা দিতে অস্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক মো. চাঁন শেখ ওরফে ইদ্রিস আলী বাদি হয়ে ২০১৭ সালে আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। আসামি সেতারা বর্তমানে পলাতক রয়েছেন।



রাইজিংবিডি/বাগেরহাট/৬ মার্চ ২০১৮/আলী আকবর টুটুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়