ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাগেরহাটে লক্ষাধিক তাল বীজ রোপণ শুরু

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে লক্ষাধিক তাল বীজ রোপণ শুরু

বাগেরহাট প্রতিনিধি : উপকূলীয় জেলা বাগেরহাটে লক্ষাধিক তাল বীজ রোপণ শুরু হয়েছে।

সামাজিক সংগঠন শুভ সংঘের পক্ষ থেকে বুধবার সকালে সদর উপজেলার চিতলী এলাকায় বীজ রোপণের উদ্বোধন করেন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শুভ সংঘ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম যাদু, সহ-সাধারণ সম্পাদক হরপ্রসাদ হালদার, জামিউল হাসান, রাজিয়া আক্তার, কালের কণ্ঠের বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, সাইফুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে উপকূলীয় জেলা বাগেরহাটকে রক্ষার লক্ষ্যে লক্ষাধিক তালের বীজ রোপণ করা হবে। পরিবেশ রক্ষার্থে পর্যায়ক্রমে তারা আরো বৃক্ষ রোপণ করবেন।



রাইজিংবিডি/বাগেরহাট/২০ সেপ্টেম্বর ২০১৭/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়