ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাগেরহাটে ৩ দিনের ইজতেমা শুরু

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে ৩ দিনের ইজতেমা শুরু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর তাবলিগ জামায়াতের আমিরের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়। আগামী তিন দিনে পর্যায়ক্রমে দেশি-বিদেশি ধর্মীয় নেতারা ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

বাগেরহাট শহরের নূরমসজিদসংলগ্ন সরকারি স্কুলমাঠ এলাকায় ১০ একর জমিতে এবারের জেলা ইজতেমার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দুই লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়া এক লাখ লোকের একসঙ্গে বয়ান শোনার ব্যবস্থা করা হয়েছে।

আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

এদিকে ইজতেমায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার অেফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন। তিনি বলেন, কর্মকর্তাসহ সাড়ে তিন শতাধিক পুলিশ নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে।



রাইজিংবিডি/বাগেরহাট/২২ ফেব্রুয়ারি ২০১৮/আলী আকবর টুটুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়