ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাজার মনিটরিংয়ের নির্দেশনা বাণিজ্যমন্ত্রীর

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাজার মনিটরিংয়ের নির্দেশনা বাণিজ্যমন্ত্রীর

সচিবালয় প্রতিবেদক : মাঠ পর্যায়ে বাজার মনিটরিং করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক থেকে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকারের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে। কেউ যাতে মুনাফার লোভে অহেতুক পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘ডিসিদের বলেছি, আপনারা নিয়মিত বাজার তদারকি করুন। স্থানীয় পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে যা করা প্রয়োজন আপনারা করেন।’

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

রপ্তানির জন্য জেলায় নির্দিষ্ট পণ্য ঠিক করতে ডিসিদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রপ্তানির জন্য এক জেলায় একটি পণ্য নির্ধারণ করুন। পণ্য নির্ধারিত হলে ব্যবসায়ীরা নগদ সহায়তা পাবেন, এটা তাদের বুঝান। ইতোমধ্যেই ১৪টি পণ্য নির্ধারিত হয়েছে। আমরা ব্যবসায়ীদের নগদ সহায়তা দেব।’

সততার সঙ্গে পবিত্র দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ডিসিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন। জেলা পর্যায়ে আপনারাই প্রধান ব্যক্তি, সেই দিকটি বিবেচনায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করুন।’

সম্মেলনের এই অধিবেশনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছাড়াও বক্তব্য রাখেন বৈদেশিক ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক এবং পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/নঈমুদ্দীন/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়