ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাণিজ্য মেলায় ক্রেতাদের পছন্দের তালিকায় ওয়ালটন এসি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য মেলায় ক্রেতাদের পছন্দের তালিকায় ওয়ালটন এসি

অর্থনৈতিক প্রতিবেদক : রাজধানীর আজিমপুর থেকে বাণিজ্য মেলায় এসেছেন গোলাম মোস্তফা। তিনি বারডেম হাসপাতালের করপোরেট শাখায় কর্মরত। মেলায় আসার প্রধান উদ্দেশ্য- বাসার জন্য একটি এসি কেনা। তা কিনতেই তিনি এসেছেন ওয়ালটন মেগা প্যাভিলিয়নে।

গোলাম মোস্তফা বলেন, দেশে এখন প্রচণ্ড শীত পড়ছে। তারপরও এসি কিনতে এসেছি। এখন শীত হবার কারণে এমনিতেই এসির দাম একটু কম থাকে। এছাড়া বাণিজ্য মেলায় ওয়ালটন এসিতে ৮ শতাংশ ছাড়সহ ক্যাশ ভাউচার অফারে ২ হাজার টাকার অন্য পণ্যও ফ্রি পেয়েছি।

তিনি আরো বলেন, ওয়ালটন দামে সাশ্রয়ী ও মানের দিক থেকেও খুব ভালো। অল্প সময়ে ব্যাপক সাড়া জুগিয়েছে। ওয়ালটন দেশীয় পণ্য। দেশের উন্নয়নের জন্য সবার উচিত ওয়ালটনের পণ্য কেনা।

মিরপুর থেকে আসা রানা নামের আরেক ক্রেতা জানান, তিনি মেলায় এসে প্রথমেই ওয়ালটন প্যাভিলিয়নে এসেছেন তার বাসার জন্যে একটি ফ্রিজ ও এসি কিনতে।

রানা বলেন, এখনো কিনতে পারিনি। অনেক মডেলের রয়েছে, কোনটা কিনব তা ভেবে পাচ্ছি না। পছন্দ হলেই কিনে ফেলব।

এসি প্রসঙ্গে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর বলেন বলেন, একসময় দেশের এসির বাজার ছিল পুরোপুরি আমদানিনির্ভর। ফলে সঠিক বিটিইউ সম্পন্ন এসি পাওয়া ছিল দুষ্কর। অধিকাংশ এসি নিম্নমানের এবং দামও ছিল আকাশচুম্বী। কিন্তু গত কয়েক বছর ধরে ওয়ালটন দেশেই উচ্চমানের এসি তৈরি করায় তার সুফল ভোগ করছেন ক্রেতারা। ভবিষ্যতে ক্রেতাদের জন্য আরো নতুন নতুন পণ্যের চমক নিয়ে আসতে যাচ্ছে ওয়ালটন।

গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তিতে মানসম্পন্ন এসি তৈরি করছে ওয়ালটন। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিও হচ্ছে। অত্যাধুনিক মেশিনারিজ স্থাপনের পরিপ্রেক্ষিতে উৎপাদন বৃদ্ধি এবং আনুষঙ্গিক কাঁচামাল নিজস্ব কারখানায় তৈরির ফলে উৎপাদন খরচ কমেছে বহুলাংশে। ফলে বাজারে এসির দাম কমে এসেছে।

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের (নম্বর-২৩) সমন্বয়ক শাহ শহীদ চৌধুরী আরো বলেন, দেশের আবহাওয়া উপযোগী অসংখ্য মডেলের এসি বাজের এনেছে ওয়ালটন। এর মধ্যে বিশ্বের লেটেস্ট আয়নাইজার প্রযুক্তির এসি রয়েছে। WSN-24K-0101-SCWWB মডেলের ২৪ হাজার বিটিইউর (ব্রিটিশ থারমাল ইউনিট) ও WSI-18K-0101-SCWWC মডেলের ১৮ হাজার বিটিইউর ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির এসির দাম যথাক্রমে ৫৬ হাজার ৯০০ এবং ৬৩ হাজার ৫০০ টাকা। এছাড়া WSN-18K-0101-SCWWA মডেলের আয়নাইজার ১৮ হাজার বিটিইউর প্রযুক্তির এসি মূল্য ৪৯ হাজার ৯০০ টাকা। মেলা প্যাভিলিয়ন থেকে যেকোনো মডেলের এসি কিনলেই ক্রেতারা ৮ শতাংশ ছাড় পাবেন।



আয়নাইজার সম্পর্কে শাহ শহীদ চৌধুরী বলেন, এটি একটি উচ্চ প্রযুক্তির ডিভাইস। যা নেগেটিভ আয়ন সৃষ্টি করে রুমের বাতাস থেকে ধুলা, ব্যাকটেরিয়া ও বাজে গন্ধ ফিল্টারিং করে নিশ্চিত করে স্বাস্থ্যকর ও বিশুদ্ধ বাতাস। এই প্রযুক্তিকে তিনি ‘লাং ডাক্তার’ নামে অভিহিত করেন।

এছাড়াও এসির কনডেনসারে অ্যান্টি করোসিভ হাইড্রোফিলিক গোল্ডেন কালার ফিন প্রযুক্তি ব্যবহার করছে ওয়ালটন। গোল্ডেন ফিন হলো এসির কনডেনসারে হিট এক্সেঞ্জারের পৃষ্ঠতলে ক্ষয় ও মরিচারোধক হাইড্রোফিলিক আবরণ। যা ধুলা, ময়লা, বাতাসের আর্দ্রতা ও উষ্ণতার কারণে সৃষ্ট ক্ষয় রোধ করে। সেই সঙ্গে তা কনডেনসারে হিট এক্সেঞ্জারের স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়ায়। এটি ব্যবহারের ফলে ক্রেতাকে ঘন ঘন এসি পরিষ্কার বা মেরামতের ঝামেলা পোহাতে হয় না।

ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি সম্পর্কে তিনি আরো বলেন, ইনভার্টার প্রযুক্তির এসিতে সেন্সর থাকায় ঘরের ভেতরের তাপমাত্রা বুঝে সেই অনুযায়ী রেফ্রিজারেন্ট সরবরাহ করে এবং ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসার ঘুমন্ত অবস্থায় থাকে। প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সরবরাহ করে, ফলে এতে বিদ্যুৎ খরচ অনেক কম হয়। কম্প্রেসারের স্থায়িত্বও বাড়ে।

আমাদের আরো বেশ কয়েকটি মডেলের এসি রয়েছে। যা সুন্দর ডিজাইন ও আকর্ষণীয় রংয়ের। এগুলো হল- WSN-21K-0101-ECXXB, WSN-21K-0101-RXXXB, WSI-18K-0101-SCWWC, WSN-18K-0102-FTXXA, WSN-18K-0101-ECXXA, WSN-18K-0103-ECXXA, WSN-18K-0101-RXXXA, WSN-18K-0102-RXXXA, WSN-12K-0101-RXXXA, WSN-12K-0102-RXXXA যা সর্বনিম্ন ৩৫ হাজার টাকা (১০৫০০ বিটিইউ) থেকে ৬৫ হাজার (১৮ হাজার বিটিইউ) টাকায় পাওয়া যাচ্ছে। WSI-18K-0101-SCXXC মডেলের (১৮ হাজার বিটিইউ) লিমিটেড ভার্সন পাওয়া যাচ্ছে, যার মূল্য ৬৫ হাজার টাকা।

উল্লেখ্য, ওয়ালটনের রয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ আরঅ্যান্ডডি (উন্নয়ন ও গবেষণা) কেন্দ্র। এখানে অন্যান্য পণ্যের পাশাপাশি এয়ার কন্ডিশনার নিয়েও প্রতিনিয়ত গবেষণা হচ্ছে। দেশি-বিদেশি প্রকৌশলীরা আবহাওয়া স্ট্যান্ডার্ড, সাশ্রয়ী মূল্যে বেশি কার্যকর এসি তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। কঠোরভাবে কোয়ালিটি চেক করা হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়