ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখালো লাখো শিক্ষার্থী

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখালো লাখো শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সুনামগঞ্জে বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখিয়েছে লাখো শিক্ষার্থী। ‘থাকলে শিশু বিদ্যালয়ে হবে না বিয়ে বাল্যকালে’, ‘থাকলে শিশু লেখাপড়ায় সফল হবে জীবন গড়ায়’ এমন স্লোগানে সোমবার বেলা ১২টা ২৫ মিনিটে বাল্যবিবাহকে ‘না’ বলেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

সুনামগঞ্জ জেলার ২৯৯ স্থানে একযোগে বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ প্রদর্শন করা হয়।

অভিনব এই আয়োজনে জেলা এক লাখ ১৪ হাজার ৩২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানা গেছে।

সুনামগঞ্জ পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে মূল অনুষ্ঠানে জেলাকে বাল্যবিবাহমুক্ত বলে ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ বলেন, আজ থেকে ইতিহাসের অংশ হলো সুনামগঞ্জ। এর আগে এতো সংখ্যক মানুষ একসঙ্গে বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ গ্রহণ করেননি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বাবর আলী মীর, সিভিল সার্জন আশুতোষ দাশ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী কবুল প্রমুখ।



রাইজিংবিডি/সিলেট/২৩ জানুয়ারি ২০১৭/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়