ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাস-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাস-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে তিনজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের কোনাপাড়া এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাসের সঙ্গে ভৈরব থেকে কটিয়াদীগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুদ্ধ জনতা বাস আটক করে আগুন ধরিয়ে দেয়।

ঘটনাস্থলে বাজিতপুর উপজেলার পুরানখলা এলাকার মৃদু মিয়ার ছেলে ও অটোরিকশার চালক আবুল মিয়া (১৭), ভৈরব উপজেলার সবজি ব্যবসায়ী শাহাব উদ্দিন (৪০) এবং অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।

গুরুতর আহত সিএনজি অটোরিকশার তিন যাত্রীকে জরুরি চিকিৎসার জন্য বাজিতপুরের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/কিশোরগঞ্জ/১৫ আগস্ট ২০১৮/রুমন চক্রবর্তী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়