ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ বাড়ছে

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ বাড়ছে

আবু বকর ইয়ামিন : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী গমনেচ্ছু যাত্রীর সংখ্যা বাড়ছে। বাস কাউন্টারগুলোতে বাড়ছে যাত্রীদের ভিড়। আগামীকাল থেকে এ ভিড় আরো বাড়তে পারে বলে মনে করেন সায়েদাবাদ বাস কাউন্টারগুলোতে দায়িত্বরত কর্মকর্তারা।

তারা বলছেন, চলতি মাসের ৬-৭ তারিখ থেকে অধিকাংশ পরিবহন সংস্থা বাসের অগ্রিম টিকিট ছেড়েছে। আগে যারা টিকিট কিনেছেন তারা এখন যাচ্ছেন। পাশাপাশি নতুন করে অনেক যাত্রী আসায় কাউন্টারে ভিড় বাড়ছে। তবে মহাসড়কে গত দুই দিন যেমন জ্যাম ছিল সেটি আজকে অনেকটা কমে গেছে।

স্টার লাইন কাউন্টারে দায়িত্বরত বোরহান উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার বিকেল থেকে যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। আমাদের এ কাউন্টারে (টিটি পাড়া) গত ১০ তারিখ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এখন অগ্রিম টিকিট কাটা যাত্রীর পাশাপাশি নতুন যাত্রীও যোগ হচ্ছেন। ফলে যাত্রীদের একটু ভিড় বাড়ছে। আগামী দু-একদিনের মধ্যে অতিরিক্ত গাড়ি নামাতে হতে পারে।

এনা কাউন্টারে দায়িত্বরত মো. বেলায়েত হোসেন জানান, আমাদের বাসের কিছু সংকট রয়েছে। যাত্রীর চাপ বাড়তেছে। মহাসড়কে মেঘনা ব্রিজকেন্দ্রিক জ্যাম রয়েছে। তবে সেটি গত কয়েক দিনের চেয়ে আজকে একটু কমে এসেছে।

এদিকে, হানিফ কাউন্টারে গিয়ে দেখা যায় যাত্রীর খুব একটা চাপ নেই। কাউন্টারে দায়িত্বরত মাস্টার রকিবুল ইসলাম জানান, আমাদের বাস এখান থেকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি যায়। কাউন্টারে ভিড় নেই। তবে সোমবার থেকে যাত্রীর চাপ বাড়তে পারে।

শ্যামলী কাউন্টারের কর্মকর্তা মো. জোনায়েদ বলেন, যারা অগ্রিম টিকিট নিয়েছেন, মূলত তারাই এখন যাচ্ছেন। কাল-পরশু থেকে প্রকৃতপক্ষে সকল ধরনের যাত্রীর চাপ পড়বে। কাউন্টারেও ভিড় বাড়বে। মহাসড়কে যাওয়ার সময় খুব বেশি জ্যাম নেই।

ব্যবসায়ী সিরাজুল ইসলাম। রমজানের ঈদ ঢাকায় করেছেন। এবার পরিবারসহ গ্রামের বাড়িতে ঈদ করবেন। তাই একটু আগেই চলে যাচ্ছেন। এনা বাসে করে ফেনী যাচ্ছেন। অগ্রিম টিকিট থাকায় কাউন্টারে এসে কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে জানান।

অপর যাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাগর আহমেদ। তিনি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে হানিফ কাউন্টারে এসেছেন। যাত্রীর চাপ খুব বেশি নেই বলে টিকেট পেতে তেমন সমস্যা হয়নি বলে জানান তিনি।

চাকরিজীবী মামুনুর রশিদ নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারে এসেছেন। কাউন্টারে ভিড় আর টিকেটের অতিরিক্ত দামে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মামুনুর রশিদ বলেন, প্রতিবারই ঈদ আসলে আমাদের নোয়াখালী অঞ্চলের গাড়িগুলো ভাড়া বাড়িয়ে দেয়। এটি নিয়ে প্রশাসনের কার্যকারী পদক্ষেপ নেওয়া উচিত।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ