ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে দিশারী পরিবহনের বাসের চাপায় সৈয়দ মাসুদ রানা নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টায় মিরপুরের শাহআলী থানার ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দ মাসুদ রানা রিকশায় করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় রিকশাচালকও আহত হয়েছেন।

দারুস সালাম থানাধীন দক্ষিণ বিশিলের সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গিরের ছেলে মাসুদ রানা অ্যাকাউন্টিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার আজমল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, দিশারী পরিবহনের বাসটি রিকশাকে ধাক্কা দিলে মাসুদ রানা সড়কে পড়ে যান। পরে বাসটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে মাসুদ রানাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে ওই বাসের চালক কে ছিলেন তা জানা যায়নি। মালিকপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তাকে আটক করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৮/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়