ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাসটি দ্রুতগতিতে চলছিল : পুলিশ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসটি দ্রুতগতিতে চলছিল : পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকায় মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনার জন্য স্বাধীন পরিবহনের বাসচালকই দায়ী। সে দ্রুতগতিতে বাসটি চালিয়ে যাচ্ছিল। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে রমনা থানার ওসি (অপারেশন) মো. জহিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘স্বাধীন পরিবহনের কারণে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালক ব্রেক ফেল হয়ে যাওয়ার কথা বলেছেন। তারপরও যাচাই করা হচ্ছে। কেননা চালক দ্রুতগতিতে বাসটি চালিয়ে আসছিলেন।’

আমাদের ঢামেক প্রতিনিধি জানান, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। মো. সুমন (২৫)। একজন রিকশাচালক। তিনি শাহজাহানপুর এলাকায় থাকেন। স্ত্রী শান্তা আক্তার তার লাশ শনাক্ত করেন। এছাড়া মো. শরিফ (২০) ও নূরে আলমের (৩০) চিকিৎসা চলছে। তবে একজনের পরিচয় মঙ্গলবার বিকেল পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে বাসটি মিরপুর থেকে শাহবাগ হয়ে মাওয়া যাওয়ার পথে মৎস ভবন এলাকায় দুটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।




রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়