ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাসে আগুন : বিএনপির ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসে আগুন : বিএনপির ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার

ফেনী সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহর ফেনীর মহিপাল অতিক্রমের সময় সড়কের বিপরীত পাশে ককটেল বিস্ফোরণ এবং দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ আরো ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে ১৯ জন গ্রেপ্তার হলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। এদের প্রায় সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী ও ফুলগাজী থানার ওসি এস এম মুর্শেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার থেকে ফেবার পথে খালেদা জিয়ার গাড়ি বহর ফেনীর মহিপাল অতিক্রমের সময় বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ ৩০-৩৫টি গাড়ি পেরিয়ে যাওয়ার পরপরই দুটি বিস্ফোরণ ঘটে। সড়কের উল্টো দিকে দুটি বাসে আগুন দেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মধ্যে অন্যতমরা হলেন- ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন, সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল ওরফে ভিপি দুলাল, ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন বাবুল, দাগনভূঞা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মানিক। এর আগে পরিবহন শ্রমিক নেতা আবুল কাশেম মিলন, ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরের সালাম মিলন, বাস চালক আব্দুল মালেক, হারুন উর রশিদ, সহকারী পেয়ার আহমদসহ মোট ১৯ জন।

বাসে আগুন দেওয়ার ঘটনায় ফেনীর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর উদ্দিন বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা করেন। আসামিদের সকলে বিএনপির নেতা-কর্মী।



রাইজিংবিডি/ফেনী/২ নভেম্বর ২০১৭/সৌরভ পাটোয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়