ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাসে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত

ফেনী সংবাদদাতা : ফেনী সদরে একটি যাত্রীবাহী বাসে ট্রেন ধাক্কা দিলে চার যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শর্শদীতে রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় কৈখালী এলাকা থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহণের যাত্রীবাহী একটি বাস অরক্ষিত রেলগেট দিয়ে শর্শদী বাজার পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে বাসটি ধুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে চার জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। তাদের লাশ আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তাহের চার জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আহত চার যাত্রীকে হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে অন্যত্র পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/ফেনী/২৮ নভেম্বর ২০১৮/সৌরভ পাটোয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়