ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বায়ার্নের অপরাজেয়র রেকর্ড ছুঁল বার্সেলোনা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বায়ার্নের অপরাজেয়র রেকর্ড ছুঁল বার্সেলোনা

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে টটেনহামের বিপক্ষে ফিরতি লেগে শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি বার্সেলোনা। তবে ১-১ গোলের ড্রয়েই দারুণ এক রেকর্ড স্পর্শ করেছে কাতালান ক্লাবটি।

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে বার্সেলোনা। ২০১৩ সালের সেপ্টেম্বরের পর থেকে এ অপরাজেয় যাত্রায় তারা ২৯ ম্যাচের ২৬টি জিতেছে, তিনটি ড্র হয়েছে।

জার্মান ক্লাব বায়ার্ন রেকর্ডটা গড়েছিল ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে, তাদের আগের ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের সপ্তম মিনিটেই উসমান ডেম্বেলের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট বাকি থাকতে টটেনহামকে সমতায় ফেরান লুকাস মোরা।

‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বার্সার শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছিল আগেই। বার্সার সঙ্গে ড্র করে ইন্টার মিলানকে পেছনে ফেলে নকআউট পর্বের টিকিট পেয়েছে টটেনহামও।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়