ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সফল হলে ক্ষতিগ্রস্ত হবে নারীরা : মেনন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সফল হলে ক্ষতিগ্রস্ত হবে নারীরা : মেনন

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সফল হলে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হবে নারীরা।

রোববার রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের এক মহিলা সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি জামায়াত ক্ষমতার উদগ্র আকাঙ্খায় আবার বড় ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হতে সক্রিয় হচ্ছে। কোটা ও কিশোর ছাত্রদের আন্দোলনের ঘাড়ে চাপতে ব্যর্থ হয়ে এখন তারা নতুন নতুন অজুহাত খুঁজছে। এই ধরণের ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ পুনরায় বহু বছরের জন্য পিছিয়ে পড়বে। তাতে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের নারীরা। গত দশ বছরে নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের প্রশ্নে যে অগ্রগতি হয়েছে তা চরমভাবে বাধাগ্রস্ত হবে।’

মেনন বলেন, ‘সংবিধানে নারীদের সংরক্ষিত আসনের যে ব্যবস্থা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন তা বর্তমানে শেখ হাসিনার আমলে ৫০ জনে উন্নীত হয়েছে। মেয়েরা এখন লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, পর্বত আরোহন, বোমারু বিমান চালানো, জাতিসংঘের শান্তি বাহিনীতে অংশগ্রহণ করে চলেছে এবং সকলক্ষেত্রে তাদের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। আমাদের গার্মেন্টস শিল্প এই নারী শ্রমিক নির্ভর যা দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস।’

তিনি বলেন, ‘বিএনপি’র মদদপুষ্ট জামায়াতের সাঈদি বা তেঁতুল হুজুররা সময় সুযোগ পেলেই নারীদের উপর তাদের বিষাক্ত ছোবল মারবে। বিএনপি জামাতের বিষ দাঁতকে ভেঙে দিতে তাই নারী সমাজকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে নারীর ক্ষমতায়ন বিরোধী এই ধরণের কোন প্রার্থী যাতে জিততে না পারে তার জন্য ব্যবস্থা এখন থেকেই নিতে হবে। নারীদেরকে আর ঘরে বসে থাকা যাবে না, সামনের জাতীয় নির্বাচনের জন্য নারীদের প্রস্তুতি নিতে হবে।’

সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রী দূর্ঘটনায় পতিত হওয়ায় যারা সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি মন্ত্রী কৃতজ্ঞতা জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট তাহমিনা, ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও বিভিন্ন ইউনিটের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়