ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিএনপি নেতাদের বক্তব্য জঙ্গি সংশ্লিষ্টতা প্রমাণ করছে’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি নেতাদের বক্তব্য জঙ্গি সংশ্লিষ্টতা প্রমাণ করছে’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিবসহ অন্য নেতারা জঙ্গিদের নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে জঙ্গিদের সাথে বিএনপির সম্পর্ক প্রমাণ করছে বলে দাবি করেছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি করেন তিনি।

একাত্তরে মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের সাহায্য-সহযোগিতার কথা স্মরণ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের বিভিন্নভাবে সহযোগিতা ও আশ্রয় না দিলে ৩০ লাখ নয়, আরো বেশি মানুষ মারা যেত।’

এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সাফল্য কামনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দুই দেশের মধ্যে যেসব অমীমাংসিত বিষয় আছে সেগুলোর সমাধান হবে বলে আশা করছি। শেখ হাসিনা অতীতে যেভাবে ভারতের সাথে সীমান্ত চুক্তিসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় মীমাংসা করেছিলেন, এবারও ভারতের নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধান করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে বাংলাদেশ-ভারতের সম্পর্ক উচ্চতর পর্যায়ে আছে। এটা আরো ভালো হবে।’

সম্প্রতি দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা অনেক দেশেই হয়। আমাদের দেশেও হচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা প্রতিরোধ করার চেষ্টা করছে। এ ঘটনাগুলোর জন্য অতীতে আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও জনগণকে সাথে নিয়ে এদের তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াব। জঙ্গিবাদ প্রতিরোধে আমরা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জনসংযোগ শুরু করব এবং বিভিন্ন জায়গায় সমাবেশ করব।’

তিনি বলেন, ‘যখন একটি দেশে এ ধরনের ঘটনা ঘটে, তখন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সাহস ও পরামর্শ দিতে হয়। কিন্তু বিএনপি নেতৃবৃন্দের যে বক্তব্য তা খুবই দুঃখজনক। তারা দায়িত্বহীনভাবে কথা বলছে। এর চেয়ে দুঃখজনক আর হতে পারে না। মনে হচ্ছে, জঙ্গিদের জন্য তাদের দরদ উথলে উঠছে। এতে জঙ্গিরা উসকানি পাচ্ছে।’

বিএনপি নেতাদের বক্তব্যের তীব্র নিন্দা ও সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা মনে করি, জঙ্গিদের সাথে তাদের যে সম্পর্ক, তা তারা প্রমাণ করছে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে, বিএনপি মহাসচিবসহ অন্য নেতারা যে কথা বলছেন তার মাধ্যমে।’

শততম টেস্ট জয়ে টাইগার বাহিনীকে ধন্যবাদ জানায় ১৪ দল। পাশাপাশি গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত মন্ত্রিপরিষদের সভায় গৃহীত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানায় ১৪ দল।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, ড. আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির নাজমুল হক প্রধান, আনিসুর রহমান মল্লিক, জাসদের শিরীন আকতার, মঈনউদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায় প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়