ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপিতে সমন্বয় নেই : ওবায়দুল কাদের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপিতে সমন্বয় নেই : ওবায়দুল কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির শীর্ষ নেতৃত্বে ‌সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো সমন্বয় নেই বলে ম‌নে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে বনানীর সড়ক ভবনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে বগুড়া-৬ উপনির্বাচনে খালেদা জিয়াসহ পাঁচজনের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষ‌য়ে সিদ্ধান্ত নেন। তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া মনোনয়নপত্র দাখিলে রাজি না হওয়ায় তি‌নি বাদে বা‌কি চারজন বৃহস্প‌তিবার জেলার‌ রিটা‌র্নিং অফিঁসারের কাছে ম‌নোনয়নপত্র জমা দেন।

বগুড়া-৬ আসনে মনোনয়ন নিয়ে বিএনপির নেতাদের সঙ্গে খালেদা জিয়ার দ্বিমতের বিষয়টিকে কীভাবে দেখছেন, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'এটা স্পষ্ট হয়ে গেল যে, বিএনপির নেতৃত্বে কোনো সমন্বয় নেই।’



রাই‌িংবলবি‌ডি/ঢাকা/২৩ মে ২০১৯/‌রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়