ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপির কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তারের অভিযোগ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তারের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে দেশব্যাপী দলটির ডাকা বিক্ষোভ কর্মসূচিতে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকারের মদদে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে বেপরোয়া হামলা, গুলি ও লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলাবাহিনী ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা।’

‘গত দুদিনে রাজধানী ঢাকা, চট্টগাম, রাজশাহী, নোয়াখালী, লক্ষ্মীপুর, গাইবান্ধা, বরিশাল, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ বিক্ষোভ মিছিলে নির্বিচারে হামলা করে। কোনো কোনো স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলায় অংশ নেয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরাও। বিনা কারণে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।’

সরকার ক্ষমতার শেষপ্রান্তে এসে দিশেহারা হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘চারদিকে বিদায়ের বাঁশী বাজতে শুরু করেছে। তাই এখন দ্বিগবিদিক জ্ঞানশুন্য হয়ে শেখ হাসিনার সরকার আরো বেশি উন্মত্ত ওঠেছে। মানুষের সব অধিকার কেড়ে নিয়ে এখন সর্বোচ্চ আদালতকে কব্জায় নিতে সরকারি লোকেরা যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে, তা দেখে দেশবাসী শুধু হতবাক নয় রীতিমত শঙ্কিত।’

তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালত আজ নজিরবিহীন সন্ত্রাসে ক্ষতবিক্ষত। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিও আজ অনিরাপদ।’

‘এখন প্রধান বিচারপতির ওপর যা করা হচ্ছে তা সরকার প্রধানের ব্যক্তিগত আক্রোশ। রায়ে কিছু পর্যবেক্ষণ ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাওয়াতে প্রধান বিচারপতির ওপর চলছে এখন রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রবল ঝাপটা।”

সরকার বিরোধীদলগুলোকে নিশ্চিহ্ন করতে চায় অভিযোগ করে দলটির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি বিএনপিসহ প্রতিবাদী বিরোধীদলগুলোর প্রতিবাদ মিছিলকে আটকাতে সরকারের এক ব্যর্থ প্রচেষ্টা।’

বিএনপির মিছিলে হামলা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তিনি গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়