ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএল কলেজ শিক্ষার্থীদের খুলনা-যশোর সড়ক অবরোধ

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএল কলেজ শিক্ষার্থীদের খুলনা-যশোর সড়ক অবরোধ

খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিএল কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : হলে সুপেয় পানি সরবরাহ ও আবাসন সমস্যার সমাধানসহ বিভিন্ন দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে খুলনার বিএল কলেজের ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই অবরোধ চলে।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ দিন ধরেই কলেজের হোষ্টেল গুলোতে খাবার পানিসহ অন্যান্য কাজের জন্য পানি সরবরাহ করা হচ্ছে না। হোস্টেলগুলোর সিট নষ্ট হয়ে গেছে।

কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়ে বারবার জানানোর পরও তারা কোন সমাধান করেনি। যার কারণে শিক্ষার্থীরা বাধ্য হয়ে সড়ক অবরোধ কর্মসূচী পালন করছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান দাবি পূরনের আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা সকাল ১১টায় অবরোধ তুলে নেয়। তবে, পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসুচি পালন করে।



রাইজিংবিডি/খুলনা/২১ মার্চ ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়