ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ২৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : দিনাজপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোজাফ্ফর হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে। মোজাফ্ফর হোসেন আটইর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম জানান, রাতে একটি চোরাকারবারী দল সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় ৪১ বিএসএফের টহল দল তাদের সতর্ক করলেও তারা সতর্ক না মানায় বিএসএফ সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই মোজাফ্ফর হোসেন নিহত হয়। তার লাশ বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।

তিনি জানান, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।



রাইজিংবিডি/রংপুর/২৮ নভেম্বর ২০১৭/নজরুল মৃধা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়