ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএসটিআই ও অডিট অফিসে দুদকের অভিযান

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসটিআই ও অডিট অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : সেবার মান উন্নয়ন এবং ঘুষ-দুর্নীতির প্রবণতা বন্ধে এবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও অডিট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যানফোর্সমেন্ট টিম।

রোববার বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এবং অডিট অফিস আকস্মিক পরিদর্শন করে দুদক টিম। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, বিএসটিআই কর্তৃক খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত লাইসেন্সিং ব্যবস্থায় যাতে কোনো দুর্নীতি না ঘটে এবং নির্দেশিত মানের খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করাই এ অভিযানের লক্ষ্য। অন্যদিকে অডিট অফিসে ঘুষ, বকশিস ছাড়াই বিলসমূহ যেন যথা সময়ে পাস হয়, তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।

এ প্রসঙ্গে দুদক অ্যানফোর্সমেন্ট অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী বলেন, কিছু সরকারি অফিস-আদালতে ঈদের আগে ঘুসের প্রবণতা বেড়ে যায়। এসব অনাচার বন্ধ করতে অফিসগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজনে ট্র্যাপ কেসের মাধ্যমে ঘুষ আদান-প্রদান হাতেনাতে ধরা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়