ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিওতে লভ্যাংশের বোনাস পাঠিয়েছে আইপিডিসি

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিওতে লভ্যাংশের বোনাস পাঠিয়েছে আইপিডিসি

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে (বিও হিসাবে) জমা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর পুরোটাই বোনাস।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৩২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২ মে অনুষ্ঠিত হয়। এতে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা।




রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/আশিক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়