ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিকেএসপিতে প্রাইম ব্যাংকের দাপট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেএসপিতে প্রাইম ব্যাংকের দাপট

ক্রীড়া ডেস্ক : প্রাইম ব্যাংকের করা ৫০১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ২৪২ রানে গুটিয়ে যায় বিসিবি নর্থ জোন।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও ভালো অবস্থানে নেই বিসিবির দলটি। ১৫৪ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে তারা। এখনও ১০৫ রানে পিছিয়ে তারা। হাতে আছে ৮ উইকেট। বিকেএসপিতে আগামীকাল রোমাঞ্চকর কিছু না হলে ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি প্রাইম ব্যাংকের। তবে এখন পর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ প্রাইম ব্যাংকের কাছে।

ফরহাদ হোসেন ৬২ ও নাঈম ইসলাম ২৪ রানে অপরাজিত থেকে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। ১৫৪ রান সংগ্রহ করতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়েছে তারা। নাজমুল ইসলাম ১৫, জুনায়েদ সিদ্দীক ৪৬ রানে সাজঘরে ফিরেছেন। একটি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন ও নাহিদুল ইসলাম।

এর আগে ৪ উইকেটে ১০৭ রানে দিন শুরু করেন নাসির হোসেন (৫) ও ধীমান ঘোষ (৮)। বেশিদূর এগোয়নি তাদের জুটি। নাসির হোসেন ২২ রানে আল-আমিনের বলে আউট হন। ক্রিজে আসা আরিফুল হক বেশিক্ষণ টিকেননি। স্পিনার নাহিদুলের বলে আউট হন ১১ রানে। এরপর সোহরাওয়ার্দী শুভ (৭) উইকেট নিয়ে পাঁচ উইকেটের স্বাদ নেন নাহিদুল। একাই লড়ে যান ধীমান ঘোষ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে ২২ রান করে অপরাজিত থাকেন শফিউল ইসলাম।

বল হাতে নাহিদুলের ৫ উইকেটের সঙ্গে ৩ উইকেট নেন আব্দুর রাজ্জাক। ২টি উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন। 



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়