ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বিদ্যাপীঠকে দেশপ্রেমিক তৈরির কারখানা হতে হবে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিদ্যাপীঠকে দেশপ্রেমিক তৈরির কারখানা হতে হবে’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিদ্যাপীঠগুলোকে দেশপ্রেমিক মানুষ তৈরির কারখানা হতে হবে, টাকা বানানোর যন্ত্র নয়।’

বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে মাসিক ‘এডুকেশন টাইম’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যত বড় পদেই আসীন হোন না কেন, দেশপ্রেম না থাকলে সবই বৃথা। দেশপ্রেমের অভাবে অধ্যাপক হয়েও গোলাম আযম রাজাকার হয়েছিলেন।’

মাতৃভাষা,  মূল্যবোধ ও গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘জঙ্গি, জামাত, রাজাকারকে খারাপ বললে তাদের সঙ্গী বেগম জিয়াকেও সঠিকরূপে চিত্রায়িত করতে হবে।’

পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক সফিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাগবেষক অধ্যাপক রতন সিদ্দিকী, ৭১ টিভির বার্তাপ্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, এনজিও প্রতিনিধি অনীশ বড়ুয়া ও ম. হাবিবুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৭/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়