ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিদ্যুৎ চুরির অভিযোগে ৫ লক্ষাধিক টাকা জরিমানা

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুৎ চুরির অভিযোগে ৫ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর পল্লী বিদ্যুৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিদ্যুৎ চুরির অভিযোগে দুইজনকে পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের পানিশাইল ও মাধবপুর এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগে পানিশাইল এলাকার মো. সোহেল মোল্লাকে তিন লাখ ৩০ হাজার ১৪৩ টাকা এবং মাধবপুর এলাকার মো. আলমগীর হোসেনকে দুই লাখ ৯ হাজার ৪২৪ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন পারভীন।

অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মুখলেছুর রহমান, এজিএম নুরুল ইসলাম, গাজীপুর জোনাল অফিসের এজিএম জুনায়দুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/ গাজীপুর / ২৩ মার্চ ২০১৭/ হাসমত আলী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়