ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্টে নারী ও বজ্রপাতে কৃষকের মৃত্যু

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুৎস্পৃষ্টে নারী ও বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাখি পারভীন (২৩) নামে এক নারী ও রায়গঞ্জে বজ্রপাতে তুফান আলী তালুকদার (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার পৃথক এই দুটি ঘটনা ঘটে।

রাখি পারভীন খলিসাপাড়া গ্রামের হাজী আব্দুর রহমান বাবুর মেয়ে ও তুফান আলী রায়গঞ্জের ঘুড়কা ইউনিয়নের শ্রীরামেরপাড়া গ্রামের আজমত আলী তালুকদারের ছেলে।

ঘুড়কা ইউনিয়ন চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সরকার  জানান, কৃষক তুফান আলী সোনাখাড়া ইউনিয়নের দস্তপাড়া মাঠে কৃষি কাজ করছিলেন। কাজ শেষে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী জানান, বিকেলে রাখি গোসল শেষে বাড়ির পাশেই কাপড় শুকাতে দিতে যায়। এ সময় পল্লিবিদ্যুতের তারের সঙ্গে কাপড় জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১ মে ২০১৭/অদিত্য রাসেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়