ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিধি-নিষেধগুলো আরো একটু ভেবে দেখা দরকার’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিধি-নিষেধগুলো আরো একটু ভেবে দেখা দরকার’

অর্থনৈতিক প্রতিবেদক : ‘রেমিটেন্স কমে যাওয়ায় মোবাইল ব্যাংকিংয়ের ওপর বাংলাদেশ ব্যাংকের আরোপিত বিধি-নিষেধগুলো আরো একটু ভেবে দেখা দরকার। এ বিষয়ে আরো চিন্তা করার সুযোগ আছে। দুই-একজন খারাপ কাজ করলে তার শাস্তি সবাইকে দেওয়া ঠিক হবে না।’

বুধবার রাজধানীর নিউ ইস্কাটনে বিআইআইএসএস অডিটোরিয়ামে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ফ্রিডরিচ নিউম্যান স্ট্রিফটাং (এফএনএফ) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘মোবাইল ব্যাংকিং ফিন্যান্স অ্যান্ড সিকিউরিটি ইস্যু’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তফা জব্বার।

মোস্তফা জব্বার বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের ওপর বাংলাদেশ ব্যাংকের আরোপিত নির্দেশনা মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতোই সিদ্ধান্ত।’

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, ‘মোবাইল ব্যাংকিং সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে খুব দ্রুতই একটি কার্যকরী উদ্যোগ নিতে হবে। যেহেতু, আমিও সরকারি পর্য়ায়ে আছি, এ ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করব।’

প্রসঙ্গত, সম্প্রতি হুন্ডি ও অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সীমা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো মোবাইল ব্যাংকিং হিসেবে ৫ হাজার টাকা বা তার বেশি নগদ অর্থ জমা বা উত্তোলনে গ্রাহককে পরিচয়পত্র বা স্মার্টকার্ডের ফটোকপি দেখাতে হবে, যা এজেন্ট তার রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। রেজিস্টারে গ্রাহকের সই বা টিপসই সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রতিদিনের টাকা উত্তোলনের সীমা ২৫ হাজার থেকে কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে দিনে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা দেওয়া যাবে। মাসে ১০ বারের বেশি অর্থ উত্তোলন করা যাবে না। এক মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে। আর জমা মাসে সর্বোচ্চ ২০ বার বা সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়া যাবে।

এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন বেসিসের প্রাক্তন সভাপতি শামীম আহসান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার লিলা রাশিদ, বিকাশের সিইও কামাল কাদির, এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহবুব আলম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৭/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়