ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণে ১৫০০ যাত্রীর জরিমানা

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণে ১৫০০ যাত্রীর জরিমানা

পাবনা প্রতিনিধি : ঈশ্বরদী-ঢাকা রেলরুটের আন্তঃনগর যাত্রীবাহী তিনটি ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৫০০ যাত্রীকে জরিমানা আদায় করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।

১৫০০ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ৯১ হাজার ৮৭০ টাকা ও জরিমানা বাবদ ৭৫ হাজার টাকা আদায় করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় ঈশ্বরদী, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, জামতৈল, সিরাজগঞ্জ বাজার, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত এ অভিযান চালানো হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি স্টেশনের ওপর দিয়ে যাওয়া রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন হয়ে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্টেনে টিকেট চেকিং অভিযান চালানো হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) নাজমুল ইসলাম জানান, পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ঢাকা-ঈশ্বরদী রুটের সাধারণ মানুষ। ঈশ্বরদী-ঢাকা-ঈশ্বরদী রেলরুটে চলাচলকারী ট্রেনের ওপর চাপ পড়েছে। বিনা টিকিটে ভ্রমণ করায় যাত্রীদের জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে।



রাইজিংবিডি/পাবনা/৪ আগস্ট ২০১৮/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়