ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার, জরিমানা

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় মজুদকৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে নগরীর বড় বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই পলিথিন উদ্ধার করা হয়। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। প্রতিষ্ঠানের মালিকসহ দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সূত্র জানান, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে দুপুরে নগরীর বড় বাজারের মেসার্স শ্রী মা স্টোরে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রতিষ্ঠানের তৃতীয় তলার গোডাউন থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

প্রতিষ্ঠানের মালিক গনেশ কুমার সাহা (৪৫) ও কর্মচারি মো. রাজু রিয়াজকে (৩০) গ্রেপ্তার করা হয়। পরে দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, পলিথিন উৎপাদন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ থাকলেও গোডাউনে তা মজুদ ছিল। যে কারণে পলিথিন জব্দ এবং তাদের জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম ও পরিদর্শক মো. হান্নান উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/খুলনা/১০ ডিসেম্বর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়