ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিলবোর্ড অ্যাওয়ার্ড পেলেন যারা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিলবোর্ড অ্যাওয়ার্ড পেলেন যারা

পুরস্কার হাতে ড্রেক

বিনোদন ডেস্ক : গত রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসেছিল বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০১৭। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংগীতাঙ্গনের নামি-দামি সব তারকা।

গায়ক ও র‌্যাপার ড্রেকের জন্য এটি ছিল একটি বিশেষ রাত। অনুষ্ঠানে ১৩টি পুরস্কার জিতেছেন তিনি। এর মাধ্যমে অ্যাডেলের ১২টি পুরস্কার পাওয়ার রেকর্ড ভেঙে গেল। এছাড়া বিয়ন্সে, জাস্টিন বিবার, রিয়ান্না, অ্যাডেলে, আরিয়ানা গ্র্যান্ডে, দ্য উইকেন্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ শিল্পীর খেতাব জিতেছেন তিনি। এ গায়কের হাতে শীর্ষ শিল্পীর পুরস্কার তুলে দেন প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বড় ছেলে প্রিন্স জ্যাকসন।

 


অনুষ্ঠান শুরু হয় নিকি মিনাজের প্রাণবন্ত সংগীত পরিবেশনার মাধ্যমে। তার নতুন গান ‘নো ফ্রডস’সহ প্রায় নয় মিনিট জনপ্রিয় সব গান পরিবেশন করেন এ গায়িকা। টাইটানিক সিনেমার জনপ্রিয় গান ‘মাই হার্ট উইল গো অন’ গানটি গেয়ে দর্শক মাতান সেলিন ডিয়ন। ‘অ্যা মেলো’, ‘ইন লাভ ওয়ান’, ‘মালিবু’ গানের নতুন সংস্করণ পরিবেশন করেন মাইলি সাইরাস। টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালকের ভূমিকা পালন করেন লুডাক্রিস। এবার তার সঙ্গে সহ-সঞ্চালক হিসেবে যোগ দেন ভেনেসা হাডজেনস।

 


চলুন জেনে নিই এবারের বিলবোর্ড অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম :

সেরা শিল্পী : ড্রেক

সেরা শিল্পী (নারী) : বিয়ন্সে

সেরা শিল্পী (পুরুষ) : ড্রেক

সেরা নবীন শিল্পী : জায়ান মালিক

বিলবোর্ড চার্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : টুয়েন্টি ওয়ান পাইলটস

সেরা দ্বৈত/দলীয় : দ্য চেইনস্মোকার

সেরা বিলবোর্ড ২০০ শিল্পী : ড্রেক

সেরা ১০০ শিল্পী : ড্রেক

টপ সং সেলস আর্টিস্ট : ড্রেক

সেরা রেডিও সং আর্টিস্ট : দ্য টুয়েন্টি ওয়ান পাইলট

টপ স্ট্রিমিং সং আর্টিস্ট : ড্রেক

টপ টুরিং আর্টিস্ট : বিয়ন্সে

সেরা আর অ্যান্ড বি শিল্পী : বিয়ন্সে

সেরা আর অ্যান্ড বি ট্যুর : বিয়ন্সে

সেরা র‌্যাপ শিল্পী : ড্রেক

সেরা র‌্যাপ ট্যুর : ড্রেক

সেরা কান্ট্রি শিল্পী : ব্লেক শেলটন

সেরা রক শিল্পী : টুয়েন্টি ওয়ান পাইলটস

সেরা রক ট্যুর : কোল্ডপ্লে

সেরা লাতিন শিল্পী : হুয়ান গ্যাব্রিয়েল

সেরা ড্যান্স/ইলেকট্রনিক শিল্পী : দ্য চেইনস্মোকারস

 

 

সেরা বিলবোর্ড ২০০ অ্যালবাম : ড্রেক (ভিউস)

সেরা সাউন্ডট্র্যাক/কাস্ট অ্যালবাম : হ্যামিল্টন : অ্যান আমেরিকান মিউজিক্যাল

সেরা আর অ্যান্ড বি অ্যালবাম : বিয়ন্সে (লেমোনেড)

সেরা র‌্যাপ অ্যালবাম : ড্রেক (ভিউস)

সেরা কান্ট্রি অ্যালবাম : ক্রিস স্ট্যাপলেটন (ট্রাভেলার)

সেরা রক অ্যালবাম : মেটালিকা (হার্ডউইয়ার্ড টু সেলফ ডেসট্রাক)

সেরা লাতিন অ্যালবাম : হুয়ান গ্যাব্রিয়েল (লস ডও টু)

সেরা ড্যান্স/ইলেট্রনিক অ্যালবাম : লিন্ডসে স্টারলিং (ব্রেভ এনাফ)

 

 

টপ সেলিং সং : কান্ট স্টপ দ্য ফিলিং (জাস্টিন টিম্বারলেক)

টপ রেডিও সং : কান্ট স্টপ দ্য ফিলিং (জাস্টিন টিম্বারলেক)

টপ স্ট্রিমিং সং (ভিডিও) : পান্ডা (ডেসিগনের)

টপ কোলাবরেশন : ক্লোজার (দ্য চেইনস্মোকারস ফিচারিং হালসে)

সেরা আর অ্যান্ড বি গান : ওয়ান ড্যান্স (ড্রেক ফিচারিং উইজকিড অ্যান্ড কায়লা)

সেরা আর অ্যান্ড বি কোলাবরেশন : ওয়ান ড্যান্স (ড্রেক ফিচারিং উইজকিড অ্যান্ড কায়লা)

সেরা র‌্যাপ গান : পান্ডা (ডেসিগনার)

সেরা র‌্যাপ কোলাবরেশন : ব্র‌্যাক বিটলস (রে স্রেমুর্ড ফিচারিং গুচি মানে)

সেরা রক গান : হেথেন্স (টুয়েন্টি ওয়ান পাইলটস)

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়