ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

বিলাসবহুল গাড়ির খোঁজে শুল্ক গোয়েন্দার অভিযান

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিলাসবহুল গাড়ির খোঁজে শুল্ক গোয়েন্দার অভিযান

নিজস্ব প্রতিবেদক : শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ির খোঁজে অভিযান চলাচ্ছে শুল্ক গোয়েন্দার দল।

ভোলা-ঘ-১১৩৫  নম্বরের গাড়িটি আটকে রাজধানীর অভিজাত এলাকায় অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করার দায়ে ভোলা-ঘ-১১৩৫ নম্বরের গাড়িটি আটকে শুল্ক গোয়েন্দার দল অভিযান পরিচালনা করছে। যে কোনো মুহূর্তে গোয়েন্দার জালে ধরা তা পড়বে।  শুল্ক পরিশোধের ভুয়া কাগজপত্র দেখিয়ে গাড়িটি ভোলা থেকে রেজিস্ট্রেশন করানো হয়।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৭/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়