ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশ্বকাপের ভেন্যু: সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৮, ১৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের ভেন্যু: সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম

শামীম পাটোয়ারী: ২০০৬ ফুটবল বিশ্বকাপের পর আবারও ইউরোপে ফিরেছে বিশ্বকাপ। সবশেষ জার্মানির পর এবার বিশ্বের জমজমাট ও বড় আসরের আয়োজক ইউরোপের আরেক দেশ রাশিয়া। দেশটির ১১টি শহরের মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

চলছে ময়দানী লড়াই শুরুর দিনক্ষণ গননা। হাতে সময় খুব কম। তাই জোর প্রস্তুতি শুরু করেছে আয়োজক রাষ্ট্র রাশিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক রাশিয়া নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দেওয়ার চেষ্টা করছে অভিনব সব বিশ্বকাপ ভেন্যু নির্মান করে। আসর শুরুর আগেই সেগুলো নিয়ে চলেছে নানা ধরনের বিজ্ঞাপন। ‘গ্রেটেস্ট শো অন আর্থে’-র ময়দানী লড়াই শুরুর আগে রাইজিংবিডির পাঠকদের জন্য রয়েছে রাশিয়া বিশ্বকাপে মোট ১২টি ভেন্যু বিবরন:

সেইন্ট পিটার্সবার্গ

রাশিয়ার অন্যতম সেরা এ স্টেডিয়ামটি নির্মাণ করার জন্য সময় লেগেছে প্রায় এক দশক। বিশ্বের অত্যাধুনিক এই স্টেডিয়ামটির নির্মাণ করেন জাপানের বিখ্যাত স্থপতি কিশো কুরোসাওয়া। এই ভেন্যুর সুবিধা হচ্ছে বছরের যে কোনো সময়ে যে কোনো ধরনের ইভেন্ট এখানে আয়োজন করা যাবে। খুব গরম কিংবা ঠান্ডা আবহাওয়ায় স্টেডিয়ামের ভিতরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রী সেলসিয়াস।
 


সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামটি ক্রেস্টবস্কাই স্টেডিয়াম নামেও পরিচিত। এ ছাড়া স্টেডিয়ামটিকে জেনিথ অ্যারেনাও বলা হয়। রাশিয়া প্রিমিয়ার লিগের দল জেনিথ সেইন্ট পিটার্সবার্গের ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হয় এই স্টেডিয়ামটি। অবস্থান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের ক্রিস্টভস্কাই আইল্যান্ডে।

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৭ হাজার। স্টেডিয়ামটির নির্মাণ কাজ ২০০৭ সালে শুরুর পর উদ্বোধন করা হয় ২০১৭ সালে। সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে সর্বমোট ১ বিলিয়ন ডলার।
 


জুনে শুরু হওয়া এবারের বিশ্বকাপে স্টেডিয়ামটিতে মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ জুন মরক্কো এবং ইরানের মধ্যকার ম্যাচটির মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবল ম্যাচ আয়োজনের সাক্ষী হবে এ স্টেডিয়ামটি। এ ছাড়া রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালের ১টি এবং তৃতীয়স্থান নির্ধারণের ম্যাচটিও অনুষ্ঠিত হবে সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে।

উল্লেখ্য ২০১৭ ফিফা কনফেডারেশন কাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচটি সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এছাড়া ২০২০ ইউরোর একটি কোয়ার্টারফাইনাল এবং গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়