ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিসিআইয়ের ৩২তম বার্ষিক সাধারণ সভা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ২২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিআইয়ের ৩২তম বার্ষিক সাধারণ সভা

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর মতিঝিলে বিসিআইয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

সভায় তিনি বিসিআইয়ের ২০১৭-২০১৮ সালের কর্মকাণ্ডের সার সংক্ষেপ  উপস্থাপন করে বলেন, বিসিআই সমগ্র দেশভিত্তিক একক এবং একমাত্র জাতীয় শিল্প চেম্বার, সেক্ষেত্রে স্থানীয় সকল শিল্পের পথে সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে আমাদের সবাইকে প্রয়োজনীয় ভূমিকা পালনের চেষ্টা করতে হবে।

তিনি বলেন, শিল্প উদ্যোক্তারা আমদানি-রপ্তানির ক্ষেত্রে দুর্ভোগ পোহাচ্ছেন। শিল্পে মেশিনারিজ বা মুলধনী যন্ত্রের আমদানি কমেছে। ব্যাংকে খাতে অস্থিরতা বিদ্যমান আছে। এ পরিস্থিতির মূলে রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা।

সভায় বিসিআইয়ের সহ-সভাপতি রঞ্জন চৌধুরী, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৮/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়