ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিসিএস শিক্ষা সমিতির সমাবেশ অনুষ্ঠিত

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিএস শিক্ষা সমিতির সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ‘বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়’- স্লোগানে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দিনভর সরকারি বিএম কলেজের শিক্ষক মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বিভাগীয় শাখা সমাবেশের আয়োজন করে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সমাবেশ অতিথির বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর সচিন কুমার রায়, চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম সফিউর রহমান, পিরোজপুরের স্বরূপকাঠী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সেমিনার সচিব ড. আব্দুল কুদ্দুস, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সরদার আকবর আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা আগামী ১৬ নভেম্বরের মধ্য জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে ক্যাডারবহির্ভূত করে স্বতন্ত্র বিধিমালা জারির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ১৭ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণাসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

সমাবেশে বরিশাল বিভাগের ২২টি সরকারি কলেজের ৭৫০ জন শিক্ষকের মধ্যে অর্ধেকের বেশি অংশ নেওয়ায় ওইসব কলেজে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। যদিও ওই সব কলেজে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন সংগঠনের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক বিএম কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান।



রাইজিংবিডি/বরিশাল/১১ নভেম্বর ২০১৭/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়