ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিহারে গঙ্গায় নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১২, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিহারে গঙ্গায় নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে গঙ্গায় নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু হয়েছে।

নৌকাডুবির সময় নিখোঁজ অনেককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো ছয়-সাতজন নিখোঁজ রয়েছে। শনিবার সবলপুর দিয়ারা থেকে পাটনার গান্ধী ঘাটের উদ্দেশে ছেড়ে আসা নৌকাটি ৪০ জন যাত্রী নিয়ে ডুবে যায়। 

রোববার নিহতদের উদ্দেশে গভীর শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া নিহতদের পরিবারপ্রতি ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

নৌকাডুবিতে এই মর্মান্তিক ট্র্যাজেডির জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রাসাদ। তিনি মনে করেন, নৌকায় গঙ্গা পারাপারের ব্যবস্থা আরো ভালো করার দরকার ছিল। তদন্তে সব অব্যবস্থাপনা ধরা পড়বে।

মকর সংক্রান্তি নামে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে গঙ্গায় নৌকাডুবিতে মারা যান ওই সব লোক। এ নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৭/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়