ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিড়ির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার দাবি

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিড়ির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার দাবি

কুমিল্লা প্রতিনিধি : বিড়ির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন শ্রমিকরা কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার দুতিয়াপুর এলাকায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবুলসহ অন্যান্য নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের তৈরি বিড়িতে ২৪ দশমিক ২০ শতাংশ শুল্ক বৃদ্ধি, অন্য দিকে কমদামি সিগারেটে ৫ দশমিক ৭১ শতাংশ শুল্ক বৃদ্ধি করায় বিড়ি শিল্প আজ হুমকির মুখে পড়েছে।

তারা বলেন, বহুজাতিক কোম্পানির তৈরি দামি ও কমদামি সিগারেটের উপর কর আরোপ করা হয়নি। ফলে বিড়ি শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক আজ বেকার হতে চলেছে। এরই প্রতিবাদে তাদের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি বলে তারা জানান।



রাইজিংবিডি/কুমিল্লা/১৮ জুন ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়