ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বীজ আলুর মূল্য বৃদ্ধির দাবি

সেলিম আব্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বীজ আলুর মূল্য বৃদ্ধির দাবি

জামালপুর সংবাদদাতা : বীজ আলুর মূল্য বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চুক্তিবদ্ধ বীজ আলু উৎপাদনকারী চাষিরা।

বিএডিসি’র জামালপুর হিমাগারের নিচতলায় জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জোনের মানসম্মত চুক্তিবদ্ধ বীজ আলু উৎপাদনকারী চাষিদের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলের পাঁচটি জোনে ১ হাজার ৭০০ হেক্টর জমিতে বীজ আলু চাষ করা হয়। চলতি বছর ৮৪ হাজার ৫০০ মেট্রিক টন বীজ আলু হিমাগারে দিয়েছে চাষিরা। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ২২ টাকার উপরে। গত বছর বিএডিসি প্রতি কেজি আলুর দাম দিয়েছে এ-গ্রেড ২০ টাকা ও বি-গ্রেড ১৯ টাকা। এ বছর প্রতি কেজি আলুর মূল্য ধরা হয়েছে ১৮ ও ১৭ টাকা।

তারা বলেন, চলতি বছর বীজ আলু উৎপাদনে অতিরিক্ত খরচ হয়েছে। প্রতি কেজি আলুর দাম এ-গ্রেড ২৪ ও বি-গ্রেড ২৩ টাকা মূল্য নির্ধারণ করা না হয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে এবং আগামী বছর বীজ আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।




রাইজিংবিডি/জামালপুর/১৯ এপ্রিল ২০১৮/সেলিম আব্বাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়