ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বুড়িগঙ্গার তীরে ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ৩১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুড়িগঙ্গার তীরে ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : নদী তীর দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২৯-৩১ জানুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ছোট-বড় ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

এগুলোর মধ্যে সাত, পাঁচ, তিন ও দোতলা পাকা ভবন, স-মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা এবং আধাপাকা ভবনও রয়েছে। বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে আগামী ৫-১৯ ফেব্রুয়ারি পুনরায় উচ্ছেদ কার্যক্রম চালাবে।



রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়