ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃদ্ধের পায়ুপথে মিলল দেড় হাজার পিস ইয়াবা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ২১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃদ্ধের পায়ুপথে মিলল দেড় হাজার পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের পায়ুপথ থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে আলী আহাম্মদ (৭০) নামের এই বৃদ্ধকে আটক করে।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম আহাম্মদ রাইজিংবিডিকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃদ্ধ আলী আহাম্মদকে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে আটক করা হয়। প্রথমে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে পায়ুপথে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন তিনি। পরে তার পায়ুপথ থেকে প্লাস্টিক মোড়ানো তিনটি প্যাকেটে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/২১ মে ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়